রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন নিয়ে পিজিসিবির সতর্কবার্তা
আগামী মঙ্গলবার চালু হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়া পর্যন্ত ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন। সঞ্চালন লাইন চালুর প্রেক্ষিতে যেকোনো প্রকার দুর্ঘটনা এড়াতে সতর্কবার্তা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। সোমবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা জেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতে বগুড়া (পশ্চিম) ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৮৯ দশমিক ৯২ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণকাজ শেষ করা হয়েছে। লাইনটি ৩০ এপ্রিল (মঙ্গলবার) বেলা ১১টায় পরীক্ষামূলকভাবে চালু করা হবে এবং লাইনটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে।
নতুন লাইনটির অতিক্রম সংশ্লিষ্ট এলাকাগুলো হলো-
১) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী, সলিমপুর ও মুলাডুলি ইউনিয়ন।
২) নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার গোপালপুর, নগর, মাঝগাঁও ও বড়াইগ্রাম ইউনিয়ন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন এবং সিংড়া উপজেলার চামারী, কলম, চৌগ্রাম ও রামানন্দ খাজুরা ইউনিয়ন।
৩) বগুড়া জেলার নন্দিগ্রাম উপজেলার নন্দিগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়ন এবং কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন।
এ অবস্থায় নবনির্মিত ৪০০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ারে আরোহন, গবাদিপশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো, লাইনের নিচে ও পাশে বাঁশঝাড় ও বড় বৃক্ষাদি রোপণ প্রভৃতি ঝুঁকিপূর্ণ কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
একইসঙ্গে সকলকে ৪০০ কেভি সঞ্চালন লাইন হতে নিরাপদ (উভয় পাশে ২৩ মিটার) দূরত্বে থাকতে অনুরোধ করা যাচ্ছে। উচ্চ ভোল্টেজে বিদ্যুতায়িত উক্ত সঞ্চালন লাইন / টাওয়ারের সংস্পর্শে এসে কেউ দুর্ঘটনার শিকার হলে সেজন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
ওএফএ/পিএইচ