সিগারেটের আগুনে পুড়ল ৫ বসতঘর
চট্টগ্রামের রাউজানে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে। সিগারেটের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোলা গাজীর বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ২টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করে।
প্রত্যক্ষদর্শী মো. আমজাদ হোসেন বলেন, বসতবাড়িতে আগুন লাগার পর অন্য বাড়িতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নেভানো হয়।
চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দুপুর দেড়টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্দুল আল মামুন খান বলেন, আগুনে ৫টি ঘর পুড়ে গেলেও দুটি ইউনিটের চেষ্টায় আশপাশের বেশকিছু ঘর রক্ষা পেয়েছে
আরএমএন/এসকেডি