ফ্রিজ ছাড়াই পানি ঠান্ডা রাখতে পারেন যেসব উপায়ে
গরমে নাজেহাল অবস্থা সবার। হাঁসফাঁস প্রাণ একটু ঠান্ডা পানি পেলেই যেন স্বস্তি পায়। পানির বোতল নিয়ে বাইরে বের হলেও সে পানি গরম হয়ে উঠছে। আবার ফ্রিজের ঠান্ডা পানি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তবে কয়েকটি উপায়ে ফ্রিজ ছাড়াই দীর্ঘক্ষণ পানি ঠান্ডা রাখা যায়। খুব সাধারণ এই উপায়গুলো মেনে চললে খরচের চিন্তা ছাড়াই ঠান্ডা থাকবে বোতলের পানি।
# বোতলের পানি ঠান্ডা রাখতে বড় ভরসা হয়ে উঠতে পারে ভেজা কাপড়। বোতল ভেজা কাপড় দিয়ে মুড়ে রাখলে দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে পানি।
# ঘর থেকে বের হওয়ার আগে ঠান্ডা পানির বালতিতে ডুবিয়ে রাখতে পারেন পানির বোতল। এই উপায়েও ঠান্ডা রাখা যায় পানি।
# বাড়িতে মাটির কলসি থাকলে সেই মাটির কলসির পানি পান করুন।
# পানির বোতলের মধ্যে বরফের কয়েকটি কুচি ফেলে দিতে পারেন। এতে বোতলের পানি দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে।
জেডএস