উত্তরায় রাজউকের অভিযান

রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি, অনুমোদন, নকশা বহির্ভূত ভবনগুলেতে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বিজ্ঞাপন
রোববার (১০ মার্চ) বেলা পৌনে ১২টার দিক থেকে উত্তরার জসীম উদ্দিন এলাকায় ও উত্তরা ৩ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানটি পরিচালনা করছেন রাজউকের অথরাইজড অফিসার (জোন ২/১) পলাশ সিকদার।
অভিযানে অবৈধ রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার পাশাপাশি নকশা না মেনে গড়ে ওঠা ফ্লোর এবং অনুমোদন আছে কি না সে সব বিষয়ে তাদারকি করা হচ্ছে। আজ দিনব্যাপী উত্তরা এলাকায় এই অভিযান পরিচালনা করবে রাজউক।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, সাম্প্রতি রাজধানীর বেইল রোডে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত ২০ জন। যাদের অবস্থাও আশঙ্কাজনক।
জানা গেছে, সেই ভবনের প্রথম তলায় ‘চায়ের চুমুক’ নামে একটি রেস্টুরেন্ট ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। মাত্র এক মাস আগে ভবনটির নিচ তলায় এ রেস্টুরেন্টটি যাত্রা শুরু করে। এরপর থেকেই রাজধানীর রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ জোরদার করতে অভিযান পরিচালনা করছে বিভিন্ন সংস্থা।
এএসএস/এসএম