কেয়ারি ক্রিসেন্ট থেকে আটক ৩, জরিমানা তিন লাখ
রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ এলাকার কেয়ারি ক্রিসেন্ট টাওয়ার থেকে আটক তিনজনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে সঙ্গে সঙ্গেই তারা টাকা পরিশোধও করেছেন।
সোমবার (৪ মার্চ) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই তিনটি সংস্থা মিলে আজ এই ভবনে অভিযান পরিচালনা করেছি। এতে অগ্নিঝুঁকি প্রতীয়মান হয়েছে। যদিও আগে থেকে রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিযানের সময় উপর তলা থেকে ভিসা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডমিশন নামের একটি প্রতিষ্ঠানকে নিয়ম বহির্ভূতভাবে ইন্টেরিয়র ডিজাইন করেছে; এমন দেখতে পাই। পরে এখান থেকে ওই প্রতিষ্ঠানের ইমন, টগন, রফিক নামের তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন
তিনি বলেন, আমরা বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করেছি এবং তারা সেই টাকা পরিশোধও করেছেন। বাকি মুচলেকা প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তি পাবেন বলেও জানান তিনি।
এর আগে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় কেয়ারি ক্রিসেন্ট টাওয়ার সিলগালা করা হয়েছে। মূলত, ধানমন্ডি সাতমসজিদ রোডের বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা উত্তর (জোন-২) এর উপসহকারী পরিচালক তানহারুল ইসলামসহ অন্যান্য ওয়্যার হাউজ ইন্সপেক্টররাও উপস্থিত ছিলেন।
আরএইচটি/এমজে