বাড্ডায় আগুনে পুড়ল অন্তত ১২ কাঠের দোকান
রাজধানীর বাড্ডায় সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে আগুনে পুড়েছে অন্তত ১০-১২টি কাঠের দোকান। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুনের তীব্রতা বর্তমানে অনেকটাই কমে এসেছে বলে জানা গেছে। তবে আগুনে দোকানগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। কাঠের দোকান থেকে আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের তিনটি ভবনের কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। আগুনে এখানকার একটি স-মিলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৩টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, রাত ৩টা ৫৭ মিনিটে বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে বলে খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। পরে সেখানে আরও একটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন।
প্রাথমিকভাবে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
এএএ/কেএ