ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক দিয়ে খাদ্য তৈরি, জরিমানা তিন লাখ
চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিক সুইটস অ্যান্ড বেকারি নামে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে এই জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানার নেতৃত্বে হাটহাজারী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন
অভিযানে হাটহাজারীর চৌধুরীহাট এলাকার ইউনিক সুইটস অ্যান্ড বেকারিকে অপরিষ্কার-অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ব্যবহার করে খাদ্য পণ্য উৎপাদন, কিডনি রোগ সৃষ্টিকারী হাইড্রোজেনের ব্যবহার এবং যথাযথ লেভেলিং না থাকার দায়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, নানা অনিয়মের দায়ে হাটহাজারীর ইউনিক সুইটস অ্যান্ড বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
এমআর/এমজে