ভাষা আন্দোলন বাঙালি জাতিকে অধিকার আদায় শিখিয়েছে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, ভাষা আন্দোলন পুরো বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যাওয়া শিখিয়েছে। সেজন্য বাঙালি জাতির হৃদয়ের মাস হচ্ছে ফেব্রুয়ারি।
বিজ্ঞাপন
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণের বইমেলায় সমবায় অধিদপ্তর এবং পল্লী উন্নয়ন একাডেমির স্টলের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মায়ের ভাষা রক্ষার জন্য শহীদদের সেই আত্মত্যাগই পরবর্তী সময়ে পথ দেখিয়েছে৷ সেজন্য এই ফেব্রুয়ারি মাসকে আমরা ভাষার মাস হিসেবেও বিবেচনা করি। ফেব্রুয়ারি মাস জুড়ে এখানে যে বইমেলা হয় সেখানে অসংখ্য জ্ঞানীগুণী মানুষরা পুস্তিকা প্রণয়ন করেন। এসব বই থেকে সবার জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। এটা বাঙালি জাতির ঐতিহ্যও।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আমাদের সামনের লক্ষ্যমাত্রা উন্নত বাংলাদেশ। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন সে পথে যাওয়ার জন্য বইমেলার গুরুত্ব অপরিসীম। তাই সমবায় অধিদপ্তরসহ বিভিন্ন পল্লী উন্নয়ন একাডেমি তাদের গবেষণালব্ধ বই পাঠকদের জন্য নিয়ে এসেছেন। আমি আশা করি, এখানে আগত পাঠকরা এসব বই পড়ে আগামী দিনের লক্ষ্যমাত্রা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে অদম্য যাত্রা সেটি সম্পর্কেও তারা জানতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।
আরএইচটি/এমএসএ