মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হানিফ গ্রেপ্তার
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে রাজধানীর ডেমরার কদমতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল।
তিনি বরিশাল মুলাদীর বলরামপুরের মো. আ. রাজ্জাকের ছেলে। ঢাকার ডেমরা মাতুয়াইলে থাকতেন তিনি।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম জানান, রাজধানী ঢাকার শাহজাহানপুর থানার মামলায় গত ২০১২ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি মো. হানিফ।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ জানান, ওই মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত আসামি হানিফ। মামলা দায়ের ও সাজা ঘোষণার পর তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেইউ/এমএ