কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত, বাধ্যতামূলক অবসরে পাঠাল দক্ষিণ সিটি
কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ঢাকা দক্ষিণ সিটির কর্পোরেশনের(ডিএসসিসি) প্রকৌশলী বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের সই করা এক অফিস আদেশের মাধ্যমে মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
অফিস আদেশে বলা হয়— যেহেতু, তিনি ধারাবাহিকভাবে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্মস্থলে অনুপস্থিতির কারণে তাকে ৪টি কৈফিয়ত তলব করা হয়। বহু খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কোনো প্রকার যোগাযোগ করা যায়নি। অতীতে যেমন তিনি ১৬১ দিন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, তেমনি গত ২০২১ সালের ২৮ মে তারিখ হতে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কর্মস্থলে এভাবে অনুপস্থিত থাকাটা তার নৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে। তিনি অভ্যাসগত পলায়নপর। কর্তৃপক্ষের বিনানুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
আরও পড়ুন
তার এমন কার্যকলাপ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (গ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও পলায়নের দায়ে দোষী এবং শাস্তিযোগ্য অপরাধ।
এই অবস্থায় বিভাগীয় মামলা রুজুকরণসহ চাকুরি বিধিমালার বিধি ৫৫ (১) অনুসারে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য মর্মে প্রমাণিত হওয়ায় নিয়োগকারী কর্তৃপক্ষ মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৫০ (১) (খ) (ই) অনুযায়ী গুরুদণ্ড আরোপ করে চাকুরি হতে বাধ্যতামূলক অবসর প্রদান করেছেন।
এএসএস/এমজে