সবার জন্য খুলল ঐতিহাসিক ঢাকা গেট
দীর্ঘ দিন অবহেলিত ছিল দোয়েল চত্বর এলাকার ঐতিহাসিক স্থাপনা ঢাকা গেট বা ঢাকা ফটক। পাশাপাশি সচেতন নগরবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল সংস্কার করে এটির ঐহিত্য রক্ষার। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গেটটির সংস্কার কাজ শেষে আজ সবার জন্য খুলে দিয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জানুয়ারি) দোয়েল চত্বর সংলগ্ন ঢাকা গেটের সংস্কার শেষে উদ্বোধন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত ২৪মে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার মাজার সংলগ্ন এই ঢাকা গেট বা ঢাকা ফটকের সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ঢাকা ফটকের (বাংলার সুবেদার মীর জুমলা ফটক) সংস্কার কাজ করছে মূলত ডিএসসিসির প্রকৌশল বিভাগ। সংস্কার ও সংরক্ষণের পাশাপাশি এখানে করা হয়েছে নান্দনিক চত্বরও। এছাড়া রাখা হয়েছে ইতিহাস সম্বলিত ফলক, বসার স্থান এবং নান্দনিক বাতি।
এএসএস/এমজে