নকশা ছাড়াই উত্তরায় ৬ তলা ও ৯ তলা ভবন নির্মাণ

নকশা বহির্ভূতভাবে ৬ তলা ও ৯ তলা ভবন নির্মাণের অভিযোগে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ খতিয়ে বাড়ি নির্মাণে রাজউকের অনুমোদন না নেওয়া ও বাড়ি নির্মাণে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুদকের ঢাকা প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিমের অভিযানে ওই অভিযোগের প্রাথমিক সত্যতা মিলে।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম ঢাকা পোস্টকে এ সব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাজউকের উত্তরা জোনের আওতাধীন ১১ নম্বর সেক্টরে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম রাজউকের উত্তরা জোনের কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ভবনের নকশার কপি সংগ্রহ করে। পরবর্তীতে টিম রাজউকের একজন কর্মচারীর উপস্থিতিতে উত্তরা জোনের ২টি বাড়ি পরিদর্শন করে।
আকতারুল আরও বলেন- টিম জানতে পারে, অভিযোগে বর্ণিত একটি বাড়ি বেশ পুরোনো হওয়ায় রাজউক থেকে নকশা প্রদান করা সম্ভব হয়নি। অপর বাড়িটি নির্মাণে অনিয়ম পাওয়ায় রাজউক কর্তৃপক্ষ নোটিশ দিয়ে কাজ বন্ধ রেখেছে। রাজউকের উত্তরা জোনের অথরাইজড অফিসার, ইমারত পরিদর্শক ও কানুনগোর বক্তব্য গ্রহণ ও রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। রেকর্ডপত্র যাচাই করে টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করবে।
আরও পড়ুন
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার উত্তরায় রোড নং ১৬, সেক্টর-১১ এর ঠিকানায় রাজউকের ব্যাপক নিয়ম ভঙ্গ করে ৬ তলা ইমারত নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তিন কাঠা জমির ওপর ভবনটি চারপাশে সেটব্যাক যে পরিমাণ জমি ছেড়ে নির্মাণ করার নির্দেশনা রয়েছে তা মানা হয়নি। ৫ তলা পর্যন্ত নকশা অনুমোদন নিয়ে ছয় তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।
অপর ভবন নির্মাণের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, ১১ নম্বর সেক্টরে ১২ নং রোডে দুইটি প্লট একত্র করে ৯ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ৯ তলা ভবনটি সেটব্যাক অমান্য করে রাজউকের নকশা ভঙ্গ করে নির্মিত হচ্ছে।
রাজউক থেকে ওই ভবন নির্মাণে নকশা অনুমোদনে ৯ তলার অনুমোদন নেয়নি। এর ফলে নিকটস্থ ভবনগুলো ঝুঁকিতে রয়েছে। রাজউকের ইমারত পরিদর্শক ও অথোরাইজড অফিসারকে ম্যানেজ করে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরএম/পিএইচ