শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে তিন হাজার কেজি চিনি জব্দ, গ্রেপ্তার ২
চট্টগ্রাম শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় ৩ হাজার ৫০০ কেজি চিনি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চিনি বোঝাই পিকআপসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকার করেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, জোরারগঞ্জের মৃত আবু নোমানের ছেলে আব্দুল হালিম ওরফে সোহাগ (৩৩) ও একই এলাকার ছুট্টু মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন ওরফে সুমন (৩২)।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে একটি পিকআপে তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় ৭০ বস্তা চিনি উদ্ধার করা হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, চোরাকারবারের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় অবৈধ পথে আনা চিনিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এমআর/এসকেডি