ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নুরুল ইসলাম (৫০) নামে এক হাজতি মারা গেছেন।
বুধবার (১৭ জানুয়ারি) সকালের দিকে ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কারারক্ষী আব্দুর রহিম বলেন, গত শুক্রবার ১২ জানুয়ারি হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল ইসলাম। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক। পরে আজ (বুধবার) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি জানান, নুরুল ইসলাম কী মামলায় কারাগারে ছিলেন তা বলতে পারছি না। তার হাজতি নম্বর-৬১৮৩৯/২৩।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএএ/কেএ