দোহারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ
ঢাকার দোহারের দিতপুর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে নারী ও শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।
দগ্ধরা হলেন, জুলহাস (৫৩), তার স্ত্রী ফাহিমা আক্তার (৩৫), তাদের দুই সন্তান জান্নাত ও (১৩) জুনায়েদ (৮) এবং জুলহাসের ভাতিজি তাবাসসুম (১০)।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, সন্ধ্যার দিকে দোহার থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ পাঁচজন আমাদের জরুরি বিভাগে আসেন। এদের মধ্যে নারী শিশুসহ চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং জুলহাস নামে একজনকে ভর্তি দেওয়া হয়েছে। জুলহাসের শরীরের ৩ শতাংশ দগ্ধ হয়েছে এবং ফাহিম আক্তার সামান্য দগ্ধ হয়েছেন। এছাড়া তিন শিশু ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
দগ্ধ ফাহিম আক্তার বলেন, আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। ভোর রাতে কে বা কারা আমাদের ঘরের চারিদিকে ও টিনের চালে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আমাদের ঘরে আগুন লেগে যায়। আমরা বাঁচার জন্য বাচ্চাদের নিয়ে ঘরের বাথরুমে আশ্রয় নেই। পরে বাথরুমের দেয়াল ভেঙে স্বজনরা আমাদের বের করে আনে। আমাদের উদ্ধার করে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ সন্ধ্যায় আমাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতি করেন। নির্বাচনের সময় বাসায় খিচুড়ি খাওয়ানো হয়েছিল। তবে কে বা কারা কী কারণে আমাদের পুড়িয়ে মারতে চায় সে বিষয়টি এখনো বলতে পারছি না।
এসএএ/এসকেডি