তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
রাজধানীর তেজগাঁও এলাকার বিএফডিসি গেইট সংলগ্ন মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট।
শুক্রবার দিবাগত রাত (১৩ জানুয়ারি) ২ টা ২৩ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের তথ্য আসে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
আরও পড়ুন
তিনি জানান, তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পাশে মোল্লাবাড়ি বস্তিতে আগুন লাগার খবর আসে রাত ২টা ২৩ মিনিটে। এর কয়েক মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সদস্যরা। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩টি ইউনিট।
তবে তাৎক্ষণিকভাবে তিনি কোনো হতাহতের তথ্য এবং আগুন লাগার কারণ জানাতে পারেননি।
এমজে