কোন বিভাগ কতজন মন্ত্রী পেল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয় লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে ৩৬ জন মন্ত্রিপরিষদ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তারা আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন।
নির্বাচনের পর সরকার গঠনে সারাদেশের ৮ বিভাগ থেকে ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে। এবার সবচেয়ে বেশি মন্ত্রী পেয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় স্থানে চট্টগ্রাম বিভাগ থাকলেও বাকি বিভাগগুলো তিনজনের বেশি মন্ত্রিপরিষদ সদস্য পাইনি। তবে অধিকাংশ বিভাগেই দুজন করে সদস্য রয়েছে।
ঢাকা বিভাগের ১৪ জন মন্ত্রিপরিষদ সভার সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন- আ. ক. ম. মোজাম্মেল হক, জাহাঙ্গীর কবির নানক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, মুহাম্মদ ফারুক খান, মো. আব্দুর রহমান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, বেগম সিমিন হোসেন (রিমি), নসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত, বেগম রুমানা আলী ও আহসানুল ইসলাম (টিটু)।
চট্টগ্রাম বিভাগ এবার নয়জন মন্ত্রী পেয়েছেন। তারা হলেন- ওবায়দুল কাদের, ড. হাছান মাহমুদ, ডা দীপু মনি, মো. তাজুল ইসলাম, আনিসুল হক, উবায়দুল মোকতাদির চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও ইয়াফেস ওসমান (টেকনোক্রেট)।
সিলেট বিভাগ থেকে তিনজন মন্ত্রী হয়েছেন। তারা হলেন- মো. আব্দুস শহীদ, শফিকুর রহমান চৌধুরী ও সামন্ত লাল সেন (টেকনোক্রেট)
বরিশাল বিভাগে জাহিদ ফারুক ও মো. মহিববুর রহমান মন্ত্রিপরিষদে জায়গা পেয়েছেন। খুলনা বিভাগে নারায়ণ চন্দ্র চন্দ ও ফরহাদ হোসেন মন্ত্রিপরিষদ সভায় স্থান পেয়েছেন।
রংপুর বিভাগ থেকে খালিদ মাহমুদ চৌধুরী ও আবুল হাসান মাহমুদ আলী মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন।
রাজশাহী বিভাগের দুইজন এবার মন্ত্রিপরিষদ সভায় সদস্য হয়েছেন। তারা হলেন- সাধন চন্দ্র মজুমদার ও জুনাইদ আহমেদ পলক। আব্দুস সালাম ও মো. ফরিদুল হক খান ময়মনসিংহ বিভাগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মন্ত্রিপরিষদ সভায় সদস্য হিসেবে স্থান পেয়েছেন।
এমএসআই/এএএ