প্রকৃতিগতভাবেই বাংলাদেশের মানুষ স্মার্ট : শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতিগতভাবেই বাংলাদেশের মানুষ স্মার্ট। তারপরও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের আরও স্মার্ট করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় শেখ হাসিনাকে ইন্ডিয়ান প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী তাদের সদস্যদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা ইন্ডিয়ান প্রেস ক্লাবে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার স্থাপন করেছি। আপনাকে সেখানে আমন্ত্রণ জানাচ্ছি। টানা চতুর্থবারের মতো নির্বাচনে আপনি জয় লাভ করেছেন। নিঃসন্দেহে এটি একটি ভালো অর্জন। আপনি বলেছেন, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। স্মার্ট বাংলাদেশের জন্য সুশাসন নিশ্চিত করতে কী পরিকল্পনা গ্রহণ করেছেন?
আরও পড়ুন
এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতিগতভাবেই আমাদের দেশের মানুষ স্মার্ট। তবে আমরা তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করছি। কেননা, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশীল দেশে পৌঁছানোর লক্ষ্য আমাদের রয়েছে। দেশের উন্নয়ন করতেই আমাদের তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিতে চাই।
শেখ হাসিনা বলেন, স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ ব্যবস্থা তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। এগুলো জনগণের সহযোগিতায় বাস্তবায়ন করা সম্ভব। সেজন্য আমরা তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে চাই। আমি বলতে চাই, আমাদের মূল সম্পদই হলো জনসাধারণ। সেজন্য তাদের স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করছি।
আরএইচটি/এসএসএইচ