ঢাকা-১ আসনে সালমান এফ রহমান বিজয়ী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান। তিনি ১৫০০০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের সালমা ইসলাম পেয়েছেন ৩৪৯৩০ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ১৮৪টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফল পাওয়া গেছে। তাতে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান ১ লাখ ১৫ হাজার ৭৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ। ইতোমধ্যে অনেক আসনের ফল আসতে শুরু করেছে।
এসএসএইচ