কেন্দ্রে নেই টিভি, আম ও মোমবাতি প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট
ঢাকা-১২ আসনের নিউ ইস্কাটন এলাকার এজি চার্চের দুই কেন্দ্রে টিভি, আম ও মোমবাতি প্রার্থী পোলিং এজেন্ট দেখা যায়নি। এই তিন প্রার্থীর কোনো পোলিং এজেন্ট আসেননি বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর নিউ ইস্কাটন এলাকার এজি চার্চে দুটি কেন্দ্র রয়েছে। পুরুষ কেন্দ্রে ২৪০৩ আর নারী কেন্দ্রে ২৬৬১ ভোটার রয়েছেন। পুরুষ কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৫৮ জন ভোটার ভোট দিয়েছেন। নারী কেন্দ্রে ২৬৬১ ভোটের বিপরীতে ভোট পড়েছে ৩০১টি।
প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকেই ভোটাররা আসছেন। এখন পর্যন্ত আমার কেন্দ্রে ১৫৮ জন ভোট প্রয়োগ করেছেন। নৌকা, সোনালী আঁশ ও লাঙ্গলের পোলিং এজেন্ট আসলেও টিভি, আম ও মোমবাতি প্রতীকের প্রার্থীর পোলিং এজেন্ট আসেননি।
আরও পড়ুন
সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। ভোট নেওয়া হচ্ছে ব্যালট পেপারে।
নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ভোটার। তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি, আর ভোট কক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি।
এমএসআই/এসকেডি