দুই ঘণ্টায় পড়েছে ৯৮টি ভোট

ঢাকা-১০ আসনের গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ২৪৩৬ ভোটের বিপরীতে দুই ঘণ্টায় ৯৮টি ভোট পড়েছে। এ আসনের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম দেখা যায়।
বিজ্ঞাপন
গজমহল ট্যানারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাফিজুর রহমান জানান, সকাল ১০টা পর্যন্ত ২৪৩৬ ভোটারের মধ্যে ৯৮ জন ভোট দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে ভোট দেওয়া শুরু হয়। সকাল থেকেই কেন্দ্রের আশেপাশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি থাকলেও ভোটারদের উপস্থিত তেমন চোখে পড়েনি। ধানমন্ডি ও রায়েরবাজার এলাকায় তেমন বড় কোনো লাইন দেখা যায়নি। এক দুইজন করে আসেন তাদের সুষ্ঠুভাবে ভোট দিতে দেখা যায়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সরেজমিনে আরও দেখা যায়, রাজধানীর রায়েরবাজার রাজমুশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৩৭টি ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার ১২২৩ জন, নারী ভোটার ১২১৪ জন। এই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন না থাকলেও এক-দুইজন করে ভোটার আসতে দেখা যায়৷
বিজ্ঞাপন
এদিকে রায়ের বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারটি বুথ রয়েছে। এই কেন্দ্রে ৩৩২৮ জন ভোটার রয়েছেন। সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ৩০-৪০টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার।
এমএসআই/এসকেডি