ঢাকা-৪ আসন : আড়াই ঘণ্টায় ৪ কেন্দ্রে যত ভোট পড়ল

দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও সকাল থেকে ঢাকা-৪ আসনে ভোটারের সংখ্যা কম দেখা গেছে। জুরাইন আদর্শ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্র। এরমধ্যে ৩০ নম্বর কেন্দ্রে ২ হাজার ৬৭৬ ভোটের বিপরীতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৬১টি।
বিজ্ঞাপন
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
এছাড়া ৩১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে জানান, এ কেন্দ্রে ২ হাজার ৫০৪ জন ভোটার রয়েছেন৷ সকাল ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ১৫৮ জন।
বিজ্ঞাপন
এ কেন্দ্রে নৌকা, ট্রাক আর লাঙ্গল প্রতীকের এজেন্ট ছাড়া অন্যান্যদের এজেন্ট দেখা যায়নি।
আব্দুল্লাহ আল মামুন বলেন, নৌকা, ট্রাক আর লাঙ্গল ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট এখানে আসেননি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দোলাইপাড় উচ্চ বিদ্যালয়েও মোট দুটি কেন্দ্র। ১১ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আকছাসুজ্জামান নুরী ঢাকা পোস্টকে জানান, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৪০ জনের মধ্যে সাড়ে ১০টা পর্যন্ত ২০০ জন ভোট দিয়েছেন। তার দাবি, শীতের কারণে ভোটার কম বলে আমরা মনে করছি।
১২ নম্বর কেন্দ্রে ২ হাজার ৯৬২ ভোটারের মধ্যে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত ভোট দিয়েছেন ১৪৩ জন।
এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবুল বাশার জানান, নৌকা, লাঙ্গল, হাতঘড়ি এবং ট্রাক ছাড়া অন্যান্য প্রার্থীর এজেন্টরা আসেননি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি ওয়ার্ড নিয়ে এই আসন গঠিত। ওয়ার্ডগুলো হলো ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ এবং ৫৯। ভোটার রয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৫৬৭ জন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (২০০৮ সালের নবম সংসদ)।
লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ২০১৪ সাল থেকে এ আসনের সংসদ সদস্য। গত দুটি নির্বাচনেই জাপাকে আসনটি ছাড়লেও এবার ছাড়েনি আওয়ামী লীগ। বাবলা ১৯৮৬ ও ১৯৮৮ সালে অবিভক্ত ঢাকা-৪ আসনের এমপি ছিলেন। স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (ট্রাক প্রতীক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব।
এই আসনের ৯ জন প্রার্থীর মধ্যে অন্যরা হলেন স্বতন্ত্র মনির হোসেন স্বপন (ঈগল), তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম ঠান্ডু (সোনালী আঁশ), কল্যাণ পার্টির ইয়াসিন হোসেন পাভেল (হাত ঘড়ি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সাহেল আহমেদ সোহেল (ছড়ি), ইসলামী ঐক্যজোটের শাহ আলম তাহের (মিনার) ও বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল (কাপ)।
এসএইচআর/এমএসএ