কেন্দ্র ঘুরে লাঙ্গলের প্রার্থী বললেন ভোটের পরিবেশ স্বাভাবিক
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহজাহান বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক আছে বলে জানিয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর রাজমুশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা জানান।
লাঙ্গলের এ প্রার্থী বলেন, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় দশটি কেন্দ্র পরিদর্শন করেছি। এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে। আমি খুব খুশি। মানুষ নির্বিঘ্নে আসবে। ভোটের সুষ্ঠু পরিবেশের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, এই আসনের পাঁচ জন প্রার্থী আছেন। নৌকা ও লাঙ্গলের প্রার্থী ছাড়া বাকি তিনজনকে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
সরেজমিনে দেখা যায়, রাজধানীর রায়েরবাজার রাজমুশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৩৭জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১২২৩জন, নারী ভোটার ১২১৪।
এছাড়া রায়ের বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারটি বুথ রয়েছে। এই কেন্দ্রে ৩৩২৮ জন ভোটার রয়েছেন। সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ৩০-৪০টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার।
এমএসআই/এমএসএ