ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখছি : বাহাউদ্দিন নাছিম
ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজে কেন্দ্র ঘুরে দেখার পর এ কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, আমি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি। সেখানে ভোটারদের উৎসাহ-উদ্দীপনা দেখতে পেয়েছি। বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দিতে খুবই আগ্রহী। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা ভোট দিতে পেরে খুবই খুশি।
তিনি আরও বলেন, একটি পক্ষ ভোটকেন্দ্রে আসতে মানুষদের নিষেধ করেছিল। কিন্তু মানুষ তাদের কথা উপেক্ষা করে সাহস করে ভোট দিতে আসছেন। এতে বোঝা যায় মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির-জামায়াত ভোট বর্জনের নামে নাশকতা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাস বা আন্দোলনের নামে অরাজকতাকে বিশ্বাস করে না। মানুষ শান্তি চায়। এজন্যই বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আজকের ভোটের ফলের মাধ্যমে আপনারা সেই প্রতিফলনই দেখতে পাবেন।
জয়ের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গঠিত সংগঠন। মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। বিশেষ করে গত ১৫ বছর আওয়ামী লীগ দেশের উন্নয়নের কাজ করেছে। সুতরাং আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।
এমএসআই/জেডএস