কেন্দ্রে সিসি ক্যামেরা লাগালেন নৌকার প্রার্থী, খুলে নিল প্রশাসন
চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন বিভিন্ন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী এম আবদুল লতিফের বিরুদ্ধে। যদিও জেলা প্রশাসন পরে সেগুলো অপসারণ করেছে। তবে কী কারণে এসব সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী রিটার্নি কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান বলেন, শুক্রবার ও শনিবার (৬ জানুয়ারি) বেশকিছু কেন্দ্র থেকে থেকে ব্যক্তি উদ্যোগে লাগানো সিসিটিভি ক্যামেরা অপসারণ করা হয়েছে। কারা এটি লাগিয়েছেন, সেটি আমরা জানি না।
আরও পড়ুন
এ বিষয়ে জানতে এম আবদুল লতিফকে বারবার কল দিয়েও পাওয়া যায়নি। তবে তার মিডিয়া সেলের পরিচালক জাহেদুল ইসলাম দুর্লভ সিসি ক্যামেরা লাগানোকে পজিটিভ উদ্যোগ বলে জানান। তিনি বলেন, তর্কের খাতিরে ধরে নিলাম এমপি সাহেব এগুলো লাগিয়েছেন। এটি তো স্বচ্ছ কাজের জন্য লাগানো। এটি খুলে ফেলতে হবে কেন? সিসিটিভি ক্যামেরা খুলে ফেলে ভোট ডাকাতির আয়োজন করছে না তো। তবে এসব সিসি ক্যামেরা আমরা লাগাইনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসন। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রক চট্টগ্রাম বন্দর, কাস্টমস, একাধিক ইপিজেডসহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান এ এলাকায় অবস্থিত। এখানে মোট প্রার্থী সাতজন। তবে আসনটিতে নৌকার লতিফ ও কেটলি প্রতীকের প্রার্থী জিয়াউল হক সুমনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে আভাস মিলছে।
এমআর/এসএসএইচ