নির্বাচন ঘিরে ইসিতে উৎসবের আমেজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। রাত পেরুলেই ৭ জানুয়ারির নির্বাচন। প্রায় ১২ কোটি ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আর দিনব্যাপী এই ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন করা হবে নির্বাচন ভবন থেকে।
ভোট গণনা শেষ এখানেই বেসরকারি ভাবে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল। সে লক্ষ্যে এরই মধ্যে নির্বাচন ভবনে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৬ জানুয়ারি) সরেজমিনে নির্বাচন ভবন ঘুরে দেখা যায়, সারাদিনের ভোটের পর ফল সংগ্রহ ও পরিবেশনের জন্য নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। কমিশন ভবনের ভেতরের লেক ভিউ চত্বরে নির্মাণ করা হয়েছে অস্থায়ী ফলাফল পরিবেশন কেন্দ্র। ভেতরে বাইরে লাগানো হয়েছে বড় এলইডি স্ক্রিন।
আরও পড়ুন
সবমিলিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে এখন পুরোপুরি ভোট উৎসবের আমেজ। এর বাইরে নির্বাচন কমিশন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাঝের সড়কে গণমাধ্যম ও ইসির জনসংযোগ বিভাগের জন্য তৈরি করা হয়েছে বড় বুথ। এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ইসি ভবনের আশেপাশের সড়কগুলোতে জোরদার করা হয়েছে বিভিন্ন বাহিনী ও সংস্থার টহল কার্যক্রম।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল সংগ্রহ ও পরিবেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রত্যাশা করছি আগামীকাল উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যথারীতি এসব ভোট গণনার পর ইসি থেকে সরাসরি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচন দেখার জন্য ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ১২৭ জন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মী। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে দেশি ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে ইসি। তাদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে।
আরএইচটি/এসকেডি