ট্রেনের আগুনে দগ্ধ ৮ জনের কেউ ঝুঁকিমুক্ত নন
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ হওয়া আটজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে। তাই কেউ এখনও ঝুঁকিমুক্ত নন।
শনিবার (৬ জানুয়ারি) বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সামন্ত লাল সেন বলেন, আমাদের এখানে ভর্তি আছে আটজন। বার্নের পার্সেন্টেজ বেশি নয়, কারও ৯ পার্সেন্ট কারও ৮ পার্সেন্ট। অনেকের বাইরে কোনো বার্নই হয়নি। কিন্তু বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা দেখতে পেলাম, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে, ম্যানেজ করতে সময় লাগবে।
আরও পড়ুন
বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, কোনো রোগী এখনও ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে তাদেরকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, তারা ভালো হয়ে গেলেও মেন্টাল ট্রমার জন্য চিকিৎসার দরকার হবে। আমি দেখেছি, একটা বাচ্চা খুব ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়। অন্য রোগীরাও ভীষণ আতঙ্কিত। এ আতঙ্ক কবে কাটবে বলা যায় না।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। আগুনে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ আছেন।
এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ট্রেনটির তিনটি বগি পুরোপুরি পুড়ে যায়। পরে একটি বগি থেকে মা ও শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়।
এনআই/এমএসএ