প্রার্থী-সমর্থকদের ইসির ৭৪৬ শোকজ
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর পর থেকে প্রার্থী-সমর্থকদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত মোট ৭৪৬টি শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৬ জানুয়ারি) ইসির নির্বাচন অনুসন্ধান কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসি থেকে প্রার্থী-সমর্থকদের প্রতি শোকজ বা নোটিশ হয়েছে ৭৪৬টি। এছাড়া মোট প্রতিবেদন হয়েছে ৪৯৯টি, নথিতে উপস্থাপিত ও অনুমোদিত প্রতিবেদনের সংখ্যা ১৮৮টি, নথিতে উপস্থাপিত ও অনুমোদনের অপেক্ষমান প্রতিবেদনের সংখ্যা ১২৩টি আর চলমান রয়েছে ১৮৮টি।
অন্যদিকে ইসির নির্বাচন অনুসন্ধান কমিটির প্রতিবেদনে ৭৪৬টি শোকজের মধ্যে ঢাকা অঞ্চলে ১৪৮টি শোকজ, রংপুর অঞ্চলে ৫২টি শোকজ, কুমিল্লা অঞ্চলে ১০১টি শোকজ, ফরিদপুর অঞ্চলে ২৫টি শোকজ, চট্টগ্রাম অঞ্চলে ৪৪টি শোকজ, সিলেট অঞ্চলে ২৩টি শোকজ, বরিশাল অঞ্চলে ৩৯টি, খুলনা অঞ্চলে ৮৬টি, রাজশাহী অঞ্চলে ১০৭টি ও ময়মনসিংহ অঞ্চলে ৮৫টি শোকজ বা নোটিশ করা হয়েছে।
এএসএস/এসএম