গোপীবাগে ট্রেনে আগুন : দগ্ধ আরও একজন শেখ হাসিনা বার্নে
রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ নাফিজ আলম (২২) নামে আরও একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় জরুরি বিভাগে নাফিজ আলম নামে আরও এক যুবকের চিকিৎসা চলছে। এখন পর্যন্ত জরুরি বিভাগে ৩ জন এসেছেন।
এর আগে একই ঘটনায় বিএসএমএমইউর চিকিৎসক কৌশিক বিশ্বাস এবং আসিফ মো. খান নামে আরও দুইজন এসেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
এসএএ/এমএ