এবার শম্ভু-বাহারকে ইসিতে তলব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লা-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আকম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তারা দুজনই একাদশ জাতীয় সংসদের সদস্য।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ইসির আইন-শাখার উপসচিব মো. আব্দুছ সালাম এ দুই প্রার্থীকে তলবের পৃথক চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী— তারা একাধিকবার নির্বাচন পূর্ব অনিয়ম করেছেন এবং আচরণবিধি ভঙ্গ করেছেন। এজন্য তাদের নির্বাচনী তদন্ত কমিটি কারণ দর্শাতে একাধিকবার নোটিশও দিয়েছিলেন।
আরও পড়ুন
চিঠিতে বাহাউদ্দিন বাহারের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপস্থিত হয়ে তাকে সেই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এ ছাড়া ধীরেন্দ্রনাথ শম্ভুকে জরিমানা অথবা প্রার্থিতা কেন বাতিল করা হবে না, আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপস্থিত হয়ে তাকে সেই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ইসির নির্দেশে আব্দুল হাই ও তার দুই সমর্থকের বিরুদ্ধে মামলা
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই ও তার দুই সমর্থকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। যেখানে তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) ঝিনাইদহের শৈলকুপার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওয়াজিদুর রহমানের আদালতে এ মামলা করেন উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম।
সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০০৮ এর বিধি ১৮ ধারার অভিযোগ আনা হয়েছে। আদালত মামলা দুটির বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন আগামী ২৬ ডিসেম্বর।
এসআর/এমজে