রেলে ২ টাকার রয়েল প্লাগ ও স্ক্রু কেনে ২০০ টাকায়!
বাংলাদেশ রেলওয়েতে দেড় টাকা মূল্যের রয়েল প্লাগ ২০০ টাকা ও ২ টাকার স্ক্রু ২০০ টাকায় ক্রয়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চট্টগ্রামের পাহাড়তলী স্টেশনের সাবেক সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) ফরিদ উদ্দিনের বিরুদ্ধে এমন অভিযোগ অনুসন্ধান করার জন্য দুদকের চট্টগ্রাম অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত হওয়ার পর চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে চিঠি পাঠিয়েছে বলে রোববার (২৪ ডিসেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
আরও পড়ুন
দুদক সূত্রে আরও জানা যায়, দুর্নীতির মাধ্যমে ১.৫ টাকা মূল্যের প্রতিটি রয়েল প্লাগ ২০০ টাকায় ও ২ টাকা মূল্যের প্রতিটি স্ক্রু ২০০ টাকায় ক্রয় করার অভিযোগ দুদকে জমা পড়ে। যা যাচাই-বাছাই করে অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করে অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের নির্দেশনা দেওয়া হয়।
চিঠির সঙ্গে তিন পাতার অভিযোগ যুক্ত করা হয়েছে বলে জানা যায়।
আরএম/এমএ