‘বঙ্গবন্ধু কূটনৈতিক কাপ’ জিতল ডেনমার্ক দূতাবাস

বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বঙ্গবন্ধু কূটনৈতিক কাপ’ টেনিস টুর্নামেন্ট জিতেছে টিম ডেনমার্ক (ডেনমার্ক দূতাবাস)।
বিজ্ঞাপন
ফাইনালে টিম পাকিস্তানকে (পাকিস্তান হাইকমিশন) হারিয়ে শিরোপা জেতে টিম ডেনমার্ক। পরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের পুরস্কার দেওয়া হয়।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পদক জিতেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার।
বিজ্ঞাপন
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ও চিফ অফ প্রটোকল নাঈম উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
টুর্নামেন্টে অংশ নেন আটটি ভিন্ন দেশের কূটনীতিকরা: অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ডেনমার্ক, পাকিস্তান, রাশিয়া, সুইডেন, যুক্তরাজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের অংশগ্রহণ ইভেন্টটিকে সফল করেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে যথাযথভাবে অ্যাথলেটিক দক্ষতা ও দুর্দান্ত দক্ষতা প্রদর্শন করেছেন তারা।
কেএ