ইসির অনুমতির পর বিদেশি পর্যবেক্ষকদের ভিসা দেওয়ার নির্দেশনা
নির্বাচন কমিশনের (ইসি) অ্যাক্রেডিটেশন বা অনুমতি পাওয়ার পর বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোকে বিদেশি পর্যবেক্ষক বা সাংবাদিকদের ভিসা দিতে নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২০ ডিসেম্বর) বিভিন্ন দেশে অবস্থিত মিশনগুলোকে এই নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, বিভিন্ন দেশের বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসিতে আবেদন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই আবেদনগুলো যাচাই করছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের অ্যাক্রেডিটেশন দেওয়া হবে। অ্যাক্রেডিটেশন ছাড়া কাউকে পর্যবেক্ষক হিসেবে ভিসা না দিতে বলা হয়েছে।
যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান অ্যাক্রেডিটেশন পাবে, তাদের তালিকা যথাসময়ে মিশনগুলোতে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এনআই/কেএ