তাদের বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে কী করবে?
সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বিএনপির এই ‘অসহযোগ আন্দোলন’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তাদের (বিএনপি নেতাকর্মীদের) বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে তারা কী করবে?’
বুধবার (২০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা এই অসহযোগ আন্দোলন করছেন, বিদ্যুৎ যদি তাদের বাসা থেকে চলে যায়, পানি যদি বন্ধ হয়ে যায়?
আরও পড়ুন
তিনি আরও বলেন, যেহেতু অসহযোগ উনারাই চাচ্ছেন, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে, পানি বন্ধ হয়ে যাবে, সরকার অচল হয়ে যাবে, তাহলে কী হবে? তারা কি সেটা বুঝতে পারছেন যে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল না দিলে ওয়াসা এবং বিদ্যুৎ বিভাগ যেগুলো অন্য গ্রাহকের জন্য করে থাকে তাদের জন্য সেগুলোই করবে; তাহলে কী হবে? সেটা নিয়েও তাদের চিন্তা করা উচিত।
‘আর এ দেশের জনগণ তাদের চেনে, এদেশের জনগণ এই সমস্ত ডাকে কোনদিনই রিয়েকশন দেখায়নি। আমার মনে হয় আমাদের জনগণ সময় মতো নির্বাচনে ভোট দেবে এবং একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন কমিশন আমাদের উপহার দেবে।’
তিনি বলেন, আপনারা কয়েকদিন ধরে লক্ষ্য করছেন আমি কিন্তু সব সময় বলে আসছি তার সুনিশ্চিত জানে এ দেশের জনগণ তাদের ভোট দেবে না, এদেশের জনগণ তাদের কর্মকাণ্ডে মুখ ফিরিয়ে নিয়েছেন। তখনই তারা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিচ্ছে এবং ক্রমাগতভাবে একটার পর একটা কর্মসূচি দিচ্ছে যাতে করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায় এবং নির্বাচন যাতে না হয় সেজন্য একটা অবস্থার সৃষ্টি করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের পর থেকে তারা ক্রমাগতভাবে নাশকতা চালিয়ে যাচ্ছে। বাসের ভেতর অগ্নিদগ্ধ করে বাসের হেলপার সহকারে পুড়িয়ে তারপর এখন শুরু করেছে রেললাইন উপড়ে ফেলে দেওয়া।
তিনি বলেন, চারজন মানুষকে আপনারা দেখেছেন চলন্ত গাড়িতে তারা পুড়িয়ে মেরেছে। এর আগেও গাজীপুর এলাকায় এরকম একটি ঘটনা ঘটিয়েছে। এ ধরনের নাশকতা তারা কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে।'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগে চার ব্যক্তির প্রাণহানির ঘটনায় জড়িতদের নিরাপত্তা বাহিনী খুঁজে বের করবে।
একটা অস্থিতিকর পরিস্থিতি কীভাবে তৈরি করা যায় সে চেষ্টাই তারা করছে বলে এসময় মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের মেন্ডেড নিয়েই ক্ষমতায় এসেছেন এবং জনগণের ম্যান্ডেডকেই তিনি মনে করেন সরকার বদলানোর একমাত্র উপায়।’
উল্লেখ্য, বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানও জানিয়েছে দলটি। এ সময় বিএনপির পক্ষ থেকে সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস-বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।
এসএইচআর/এসএম