মালদ্বীপে শ্রমিক প্রেরণে সিন্ডিকেট করতে দেওয়া হবে না
বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালদ্বীপ সরকার। চার বছর ধরে বন্ধ ছিল এ প্রক্রিয়া। ফলে বাংলাদেশ থেকে নতুন করে অদক্ষ শ্রমিক দেশটিতে কাজের সুযোগ পাবে। দেশটিতে শ্রমিক প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন প্রবাসী কল্যাণ সচিব।
প্রবাসী কল্যাণ সচিব বলেন, মালদ্বীপের শ্রমবাজার উন্মুক্ত হওয়ায় সেখানে কাজের সুযোগ বাড়ার পাশাপাশি ন্যায্য মজুরি প্রাপ্তির বিষয়ে সে দেশের সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। মালদ্বীপে শ্রমিক প্রেরণের ক্ষেত্রে কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না।
গত রোববার এক সরকারি গেজেট প্রকাশ করে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা তুলে নেয় মালদ্বীপ। মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় ওয়েবসাইটে এ সংক্রান্ত গেজেটটি প্রকাশ করা হয়।
ওমানে বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা শ্রমবাজার প্রসঙ্গে মুনিরুছ সালেহীন বলেন, ওমানে বাংলাদেশি শ্রমিক যাওয়ার বিষয়ে যে নিষেধাজ্ঞা রয়েছে তা প্রত্যাহারে সরকার কাজ করছে। ইতোমধ্যে ওমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। অচিরেই ওমানে কর্মী প্রেরণের বিষয়টি সুরাহা হবে বলে আশা করা যাচ্ছে।
বিদেশ থেকে আউট পাস নিয়ে বিপুল সংখ্যক কর্মীর দেশে ফেরার বিষয়ে প্রবাসী কল্যাণ সচিব বলেন, সরকার বিষয়টি অনুসন্ধান করে দেখবে। এই ধরনের পরিস্থিতির জন্য কেউ দায়ী থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি শ্রমিক অভিবাসনের জন্য ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান সচিব মুনিরুছ সালেহীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডিবেট ফর ডেমোক্রেসি ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতায় চারটি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চলতি বছর দেশে প্রথমবারের মতো সর্বোচ্চ সংখ্যক কর্মী প্রেরণে অবদানের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এনআই/এমজে