নতুন ওয়াকফ প্রশাসক আবু সালেহ মো. মহিউদ্দিন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁকে ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক করেছে সরকার।
সোমবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান, যা ওয়াকফ সম্পত্তি বিষয়ক কার্যক্রম পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য নিয়োজিত।
এই প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকার ইস্কাটনে অবস্থিত এবং এটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত। ইসলাম ধর্মীয় মতানুসারে, যেকোনো ব্যক্তি স্থায়ীভাবে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি দান করতে পারে এবং এই ওয়াকফকে সুষ্ঠুভাবে এবং দাতার ইচ্ছানুসারে এর পরিচালনা নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ।
দেশে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ১৯৮৮ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়; যদিও ১৯৬২ সালেই এদেশে ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য সুনির্দিষ্ট আইনের প্রবর্তন করা হয়।
এসএইচআর/এসকেডি