উত্তরায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. শাহজাহান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার আলাউল অ্যাভিনিউ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।
গোয়েন্দা উত্তরা-বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, একজন মাদক কারবারি উত্তরা পূর্ব থানার আলাউল অ্যাভিনিউ এলাকার ইনস্টিটিউট অব কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ভবনের সামনে ইয়াবা বিক্রি করছে বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার শাহজাহান দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেইউ/জেডএস