নির্বাচনের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ার ইঙ্গিত মোমেনের
পাইলট প্রকল্পের আওতায় বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের আগে কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবাসন করতে চেয়েছিল সরকার। তবে মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠানের কারণে, তা সম্ভব হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মনটাই ইঙ্গিত দেন তিনি।
আরও পড়ুন
নির্বাচনের আগে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, মিয়ানমারে তো এখন কিছুটা অস্থিতিশীলতা দেখা দিয়েছে। সুতরাং আমরা জানি না। বলতে পারব না। চীনের উদ্যোগে যে পাইলট প্রকল্প হয়েছিল, আমরা আশা করেছিলাম নির্বাচনের আগে বা ডিসেম্বরে কিছু একটা হবে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা তৈরি হলো। কিন্তু অগ্রগতি অনেক ভালো। আমরা আশা করি, যেকোনো সময়ে রোহিঙ্গারা ফেরত যাবে। অনেক প্রতিষ্ঠান চায় না তারা (রোহিঙ্গারা) ফেরত যাক। এটি একটি সমস্যা।
মোমেন বলেন, একবার রোহিঙ্গাদের ফেরত যাওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়। তখন কিছু বিদেশি শক্তি আমাদের বলল যে ওখানে পাঠাবেন না। বরং তাদের আমরা নিয়ে যাব। কিন্তু তারা কাউকে নেয়নি। তারা বলল, আপনার দেশে ১৭০ মিলিয়ন লোক এবং আরও এক মিলিয়ন নিলে আপনাদের কোনও ঝামেলা হবে না। তারা বলে, ওদের বরং স্কিল ট্রেনিং দিয়ে রেখে দেন। এজন্য এটার ধীরগতি হলো।
এনআই/এসকেডি