ইসিতে দেড় ঘণ্টায় ২৯ আপিল শুনানি, ১৯ জন ফেরত পেলেন প্রার্থিতা
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি কার্যক্রমের তৃতীয় দিনে প্রথম দেড় ঘণ্টায় ২৯টি শুনানি সম্পন্ন হয়েছে। এতে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন। আর রিটার্নিং কর্মকর্তার দেওয়া বাতিল আদেশ বহাল রয়েছে ১০ জন প্রার্থীর।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত এসব শুনানি সম্পন্ন হয়।
আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।
শুনানির পর ঘোষিত রায়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শুনানি সম্পন্ন হওয়া ২৯ প্রার্থীর মধ্যে ১৫ জন দলীয় প্রার্থী এবং বাকি ১৪ জন স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্রের বৈধতা ফেরত পেয়েছেন ১০ জন এবং দল থেকে নির্বাচনে অংশ নেওয়াদের মধ্যে মনোনয়নপত্রের বৈধতা ফেরত পেয়েছেন ৯ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের বৈধতা হারিয়েছেন ৪ জন এবং দল থেকে বৈধতা হারিয়েছেন ৬ জন।
আপিল আবেদন মঞ্জুর হলো যাদের—
কুমিল্লা-১ আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন, ঢাকা- ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন, যশোর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন সুলতান, গোপালগঞ্জ- ২ আসনের জাসদ প্রার্থী ফুলমিয়া মোল্লা, সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান, রংপুর- ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা- ১১ আসনের গণফোরামের প্রার্থী আব্দুল রহমান, কুড়িগ্রাম- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুম ইকবাল,
নোয়াখালী- ২ আসনের কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম, ঝালকাঠি- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামান, ঠাকুরগাঁও- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মনি, মানিকগঞ্জ- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ, চট্টগ্রাম ১২ আসনের বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী এম. এ. মতিন, মৌলভীবাজার-৩ ও ২৩৭ আসনের বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. আব্দুর রউফ, নোয়াখালী-২ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী রবিউল হোসাইন, সিলেট-৩ ও ২৩১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এহতেশামুল হক, কুমিল্লা-২ আসনের বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী আবদুছ সালাম, ঢাকা- ১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেড আই রাসেল এবং সিলেট- ২ ও ২৩০ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহির।
উল্লেখ্য, এসব রায়ের অনুলিপি বিতরণ করা হবে ১৬-১৮ ডিসেম্বর পর্যন্ত। এরমধ্যে ১০ ও ১১ ডিসেম্বরের আপিল শুনানির ফল ১৬ ডিসেম্বর, ১২ ও ১৩ ডিসেম্বরের আপিল শুনানির ফল ১৭ ডিসেম্বর এবং ১৪ ও ১৫ ডিসেম্বরের আপিল শুনানির ফল ১৮ ডিসেম্বর বিতরণ করা হবে। তবে রায়ের অনুলিপি প্রাপ্তির আবেদনের ভিত্তিতে বিতরণ করা হবে। একইসঙ্গে নামঞ্জুর আপিলের রায় অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।
আরএইচটি/এমএসএ