ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ডিসি
ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান।
সোমবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আর ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
আরও পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার করে এই স্থলে নতুন কর্মকর্তাকে নিয়োগ দিতে দুপুরে নির্দেশনা দেয় ইসি। ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত ওই সম্মতিপত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে এবং স্থানীয় সরকার বিভাগের (কিশোরগঞ্জ) উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক পদে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন কমিশন।
এসএইচআর/এমজে