দুই দিনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০৭ জন
দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা ব্যক্তিদের মধ্যে সোমবার ৫১ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে ২ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৭ জন। দ্বিতীয় দিনের শুনানি শেষে এ তথ্য পাওয়া গেছে।
ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় দিনে ১০০ জনের আপিল শুনানি হয়। তাদের মধ্যে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল নামঞ্জুর হয়েছে ৪১টি। আর আটটির বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
গতকাল রোববার প্রথম দিনে ১০০টি আপিলের শুনানি করে নির্বাচন কমিশন। এদের মধ্যে ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়। ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ শতাংশ।
আরও পড়ুন
ইসি সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা পড়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত শুনানি করে আপিলগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল গত ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।
দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পাওয়া ব্যক্তিদের তালিকা দেখতে লিঙ্কে ক্লিক করুন
এসআর/পিএইচ