প্রথম ৫০ জনে প্রার্থিতা ফিরে পেলেন ২৪ জন, হারিয়েছেন ২২ জন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিন চলছে। এদিন রায়ে প্রথম ৫০ জনে ২৪ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আর হারিয়েছেন ২২ জন। সিদ্ধান্ত হয়নি ৪ জনের।
সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন ভবনে চলমান আপিল শুনানিতে ইসির রায় অনুযায়ী এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আপিল শুনানিতে সংক্ষুব্ধ প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা রায় দিচ্ছেন।
আরও পড়ুন
মূলত, রোববার প্রথম দিনে ১০০ জন প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ৬ জন অনুপস্থিত ছিলেন। ফলে ৯৪ জন প্রার্থীর শুনানি হয়। সে ধারাবাহিকতায় ৯৫ নম্বর আপিল থেকে ৪৪ নম্বর পর্যন্ত মোট ৫০ জনের আপিল শুনানি সম্পন্ন হয়েছে (এ রিপোর্ট লেখা পর্যন্ত)।
প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে শুরু হয় মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। শেষ হয় ৪ ডিসেম্বর সন্ধ্যায়। বাছাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র। এরমধ্যে ৫৬১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন।
আরএইচটি/জেডএস