মানিকনগরে একুশে এক্সপ্রেসের বাসে আগুন
রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তারা ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠায়।
আরও পড়ুন
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
অগ্নিসংযোগে কারা জড়িত এবং কোনো হতাহত আছে কি না সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
জেইউ/এসকেডি