অধ্যাপক আব্দুল মালিকের দাফন সিলেটে, ঢাকায় তিন জানাজা
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব) ডা. আব্দুল মালিকের দাফন হবে সিলেটের নিজ জন্মস্থানে। এর আগে রাজধানী ঢাকার তিন স্থানে হবে পৃথক জানাজা। প্রথম জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্তৃপক্ষ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে।
সূত্র জানিয়েছে, ব্রিগে. (অব) ডা. আব্দুল মালিকের দাফন হবে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ নওয়াগাঁও এলাকায়। এর আগে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর শ্যামলী শাহী জামে মসজিদ এবং তৃতীয় জানাজা হবে বাদ মাগরিব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে (মিরপুর ২)।
আরও পড়ুন
এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯.৪০ টায় তিনি হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, আবদুল মালিকের স্ত্রী আশরাফুন্নেসা খাতুন। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। তার মেয়ে ডাক্তার ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট, ঢাকার কার্ডিলজি বিভাগের অধ্যাপক। তার ছেলে মো. মাসুদ মালিক একজন ব্যবসায়ী এবং অপর ছেলে মো. মনজুর মালিক বর্তমানে কানাডায় কর্মরত।
টিআই/পিএইচ