স্বতন্ত্রের সমর্থককে নৌকার প্রার্থীর বাসায় আটকে রাখার অভিযোগ
চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন জমা দেওয়া স্বতন্ত্র প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমানের এক সমর্থককে আওয়ামী লীগ মনোনীত আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর বাসায় আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (৪ ডিসেম্বর) ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম জেলা রিটার্নিং কার্যালয়ে ছবিসহ একটি অভিযোগ দাখিল করেছেন।
নিয়মানুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন জমা দিতে তাদের সইসহ কাগজ সংযুক্ত করতে হয়। এরপর রিটার্নিং কার্যালয় থেকে সইগুলো যাচাই-বাছাই করা হয়। ডা. মিনহাজের পক্ষে সই দিয়েছিলেন লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দুল আলম।
স্বতন্ত্র প্রার্থী ডা. মিনহাজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রোববার দিবাগর রাত ১০টা থেকে প্রতিপক্ষ সংসদ সদস্য পদপ্রার্থী আবু রেজা নেজাম উদ্দিন নদভী নগরের চান্দগাঁও রুপালী আবাসিকের বাসার তৃতীয় তলার অফিস কক্ষের পাশের কম্পিউটার রুমে আমার এক সমর্থককে আটকে রেখেছেন।
তাকে আজ (সোমবার) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে আপনার কার্যালয়ে হাজির করে আমার পক্ষে সই দেননি মর্মে সাক্ষ্য প্রদানের জন্য চাপ দিতে বাধ্য করার চেষ্টা করছেন। অথচ এই সমর্থক গত ২ ডিসেম্বর লোহাগাড়া উপজেলায় নিজে উপস্থিত হয়ে সমর্থনে সই করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে আমি আজ রিটার্নিং কার্যালয়ে লিখিত অভিযোগ জানিয়েছি এবং আমার সমর্থক সৈয়দুল আলমকে উদ্ধারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছি।
অভিযোগের বিষয়ে জানতে আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
এমএসএ