চট্টগ্রামে কারাবন্দি আসামির হাসপাতালে মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. হোসেন (৫৫) হাসপাতালে মারা গেছেন। তিনি মাদক মামলার আসামি ছিলেন।
বুধবার (১৪ এপ্রিল) বুকে ব্যথা অনুভব করলে হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতি মো. হোসেন বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষের সদস্যরা তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মো. হোসেন মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামি ছিলেন। আনোয়ারা থানায় মামলাটি করা হয়েছিল।
জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর থেকে হোসেন চট্টগ্রাম কারাগারে ছিলেন। তিনি আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার বাসিন্দা। তার বাবার নাম আবুল হোসেন।
কেএম/আরএইচ