২০ কোচ নিয়ে ঢাকা ছাড়বে ‘কক্সবাজার এক্সপ্রেস’
ননস্টপ ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি ২০টি কোচ নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে প্রথম এ বাণিজ্যিক ট্রেনের যাত্রা শুরু কথা রয়েছে। এ জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ১ম যাত্রার যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে করা হয়েছে ফুল ও চকলেটের ব্যবস্থা।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে কক্সবাজার রুটের নতুন ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি আজ থেকে চলাচল শুরু করেছে। দুপুর ১২টা ৪০ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে। প্রায় ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে ঢাকায় আসে ট্রেনটি। আবার ঢাকা থেকে রাত সাড়ে ১০টা নাগাদ পুনরায় ৮১৪ নম্বর ট্রেনটি ছেড়ে যাবে। ঢাকা থেকে চলাচলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন
তিনি আরও বলেন, ১০ থেকে ১৫ হাজার যাত্রী চলাচলের অনুরোধ আমরা পাচ্ছি। যাত্রীর চাহিদা থাকায় অতিরিক্ত আরও তিনটি কোচ যুক্ত করা হয়েছে। ২০টি কোচে প্রায় ১ হাজার ১০ জন যাত্রী প্রথম দিন ঢাকা থেকে কক্সবাজার যাবে।
ট্রেনটির চলাচলের রুট সম্পর্কে বলেন, ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা স্টেশন থেকে ছেড়ে বিমানবন্দর স্টেশনে থামবে। বিমানবন্দর স্টেশন থেকে সরাসরি চট্টগ্রাম স্টেশনে থামবে। সেখান থেকে কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আর যাত্রীবাহী এই ট্রেনের গতি সীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের ভাড়া (ঘুমিয়ে যাওয়ার আসন) ২ হাজার ৩৮০ টাকা। অপর দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ভাড়া ৬৯৬ টাকা।
আরএইচটি/ এমএইচএন/এসকেডি