চট্টগ্রামে মেয়ের দায়ের কোপে প্রাণ গেল বাবার
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মেয়ের দায়ের কোপে আবদুর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে হুমাইরা আক্তারকে (১৯) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরই এলাকার বলীর জুম পাড়ায় এ ঘটনা ঘটে।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, আবদুর রহমান ও তার মেয়ে হুমাইরার সঙ্গে গরুকে খাবার খাওয়ানো নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হুমাইরা ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাবা আবদুর রহমানকে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আবদুর রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। নিহত আবদুর রহমানের মেয়ে কন্যা রয়েছে। হুমাইরা বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিল।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত হুমাইরাকে আটক করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এমআর/কেএ