যাত্রাবাড়ীতে যুবক-কিশোরীর মরদেহ, ধারণা— অ্যালকোহলে মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর ধার্মিক পাড়ার একটি অফিস থেকে মো. রাহিম (২৫) নামে এক যুবক ও অজ্ঞাত (১৪) কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অ্যালকোহলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম।
তিনি বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে দুজনকে মৃত ও একজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। জীবিত একজনের নাম মাইকেল। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মধ্যে এক যুবকের নাম রাহিম। তবে ১৪ বছরের নিহত কিশোরীর পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
তিনি আরও বলেন, এখানে বন্ধন এন্টারপ্রাইজ নামে একটি অফিস রয়েছে। সেই অফিসের পক্ষ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই অফিসের একটি কক্ষ থেকে অ্যালকোহলের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অ্যালকোহলের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। নিহত যুবক ওই অফিসের স্টাফ ছিলেন এবং হাসপাতালের চিকিৎসাধীন যুবক ছিলেন অফিসের সিকিউরিটি গার্ড। তবে মেয়েটি অফিসের কেউ নয়। তারা মেয়েটিকে বাহির থেকে নিয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
চিকিৎসাধীন ওই যুবকের জ্ঞান ফিরলে ঘটনার মূল বিষয়টি জানা যাবে বলেও জানান তিনি।
এসএএ/পিএইচ