বাজিতপুর পৌরসভা মেয়রের সম্পদের হিসাব তলব
অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
বুধবার (২২ নভেম্বর) সংস্থাটির জনসংযোগ দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি আপনার জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। আপনি আপনার নিজ ও আপনার ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন।
বিজ্ঞাপন
এ আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশ উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে চলতি বছরের আগস্ট মাসের অনুসন্ধান শুরু করে দুদক।
আরএম/পিএইচ